র্যাবের অভিযানে ফেন্সিডিল, গাঁজা ও কাভার্ডভ্যান সহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
খবর নারায়ণগঞ্জ.কম :
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১’র অভিযানে একটি আভিযানিক দল মাদক বিরোধী পৃথক ২টি বিশেষ অভিযান পরিচালনা করে ১৫ মে সকালে কুমিল্লা জেলার দাউদকান্দি মডেল থানাধীন বলদা খাল এলাকার দাউদকান্দি টোলপ্লাজার ২০০ গজ উত্তরে চট্টগ্রাম-ঢাকাগামী মহাসড়কের উপর চেকপোষ্ট স্থাপন করে বিশেষ কৌশলে মাদকদ্রব্য পরিবহন কালে ১৭৫ বোতল ফেন্সিডিল, ৫৬ কেজি গাঁজা ও কাভার্ডভ্যান সহ ৪ মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আসামীরা হলো মোঃ রুবেল (২৪), পিতা – মোঃ হোসেন আলী, মোঃ নিজাম উদ্দিন (২৫), পিতা – মৃত দুলাল, হোছাইন আহম্মেদ দিপু (২২), পিতা- বিল্লাল হোসেন, মোঃ মানিক (২৫), পিতা- ইদ্রিস আলী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় মাদকদ্রব্য ফেন্সিডিল এবং গাঁজা অভিনব পন্থায় সংগ্রহ করে ঢাকা, নারায়ণগঞ্জ আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।