মাহমুদ হোসেন সভাপতি ও আবু হাসান টিপু সাধারণ সম্পাদক পুনরায় নির্বাচিত
খবর নারায়ণগঞ্জ.কম :
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলার দুই দিনব্যাপী অনুষ্ঠিত সম্মেলনের সমাপনী অধিবেশনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সরকার ও সরকারী দল আওয়ামী লীগ বিরোধী দলকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। বিরোধীদের শান্তিপূর্ণ সভা সমাবেশ পন্ড করতে গণ পরিবহন বন্ধ করে গণদূর্ভোগ সৃষ্টিকারি অপকৌশল গ্রহন করতে হয়েছে। তাদেরকে দমন, নিপীড়ন, হত্যা, সন্ত্রাসের পথ অবলম্বন করতে হয়েছে। এটা আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয়।
তিনি বলেন, জবরদস্তি করে ক্ষমতা টিকিয়ে রাখতে যেয়ে সরকার দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
তিনি আরও বলেন, আন্দোলনে জিততে না পারলে ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষা করা যাবে না।
কাউন্সিলে কমরেড মাহমুদ হোসেন সভাপতি ও কমরেড আবু হাসান টিপু সাধারণ সম্পাদক হিসাবে পুনরায় নির্বাচিত হয়েছেন।
১৯ সদস্য বিশিষ্ট নব নির্বাচিত কমিটির অন্যান্যরা হলেন কমরেড শহিদুল আলম নাননু, রাশিদা বেগম, সাইফুল ইসলাম, হাবিবুর রহমান আঙ্গুর, মোক্তার হোসেন, আইয়ুব আলী, নাছির হোসেন, আইভি রহমান, সুরুজ আলী মাতুব্বর, হেলীম সরদার, মোহাম্মদ আলী, মোতালেব সরকার, রওশন আলী, সেলিনা আক্তার।