আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ কর্মসূচী দ্বিতীয় দফায় অনুষ্ঠিত

খবর নারায়ণগঞ্জ.কম :
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নির্দেশে নারায়ণগঞ্জ সদর উপজেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের ১০নং ওয়ার্ড থেকে ১৮নং ওয়ার্ড পর্যন্ত প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ ২নং রেল গেইট সংলগ্ন জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে এ সদস্য সংগ্রহ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ।
এসময় সুব্রত পুরকায়স্থ বলেন, যারা কাজ করবেন তারাই আগামী দিনের নেতা হবেন। আমাদের কেন্দ্রীয় নেতাদের স্বজন প্রীতির সুযোগ নেই। রাজনীতি করতে এসেছি শেখ হাসিনার নির্দেশে, স্বেচ্ছাসেবক লীগের সভাপতির নির্দেশে।
তিনি আরও বলেন, সদস্য ফরম সকলের জন্যই উন্মুক্ত। কিন্তু আমরা সাবেক ছাত্র নেতা ও ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত থেকে যারা রাজপথে ছিলেন তাদের সদস্য হবার আহ্বান জানাচ্ছি। আজকে সদস্য সংগ্রহ শেষ হবার কথা থাকলেও যারা দ্বায়িত্বে ছিলেন তাদের বিভিন্ন সমস্যার কারনে সেটা সম্ভব হয়নি। তাই আগামী সোমবার বিকেল ৪টার মধ্যে ১০-১৮ নং ওয়ার্ডে যারা সদস্য হতে আগ্রহী তাদের ফরম গুলো পূরণ করে কার্যক্রম শেষ করবেন। আমরা একটি শক্তিশালী সংগঠন তৈরি করতে চাই যা কিনা বাংলাদেশ আওয়ামী লীগের ভ্যানগার্ড হিসেবে সারাদেশে পরিচিতি লাভ করবে।
নারায়ণগঞ্জ সদর উপজেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে অনুষ্ঠিত এ সদস্য সংগ্রহ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির জাতীয় পরিষদের সদস্য টিপু সুলতান।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা তাহের উদ্দিন ববি, ছগীর আহমেদ, গোলাম কিবরিয়া খোকন, ভিপি জামির হোসেন রনি, মোঃ আল-আমীন, সদর থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা দেলোয়ার হোসেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল হোসেন, শফিকুল ইসলাম, কায়কোবাদ রুবেল, মহিলা সম্পাদিকা সাদিয়া সুলতানা , সালমা, এইচ.এম রাসেল, কৃষ্ণ আচার্য, বনিক শেখ, এড. মোঃ নজরুল ইসলাম, মোঃ শরীফ মোল্লা, মোঃ রফিকুল ইসলাম জয়, এহসানুল হক রাসেল, বাবুল দেওয়ান, নাজমুল হাসান, ইমরান রশীদ সহ সদর উপজেলা ও মহানগর এর অসংখ্য নেতৃবৃন্দ।

এটাও চেক করেন

কাশীপুরে আইডিয়াল স্কুলে লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর  দিনব্যাপী সেবামূলক কর্মসূচী পালন

খবর নারায়ণগঞ্জ.কম:  অক্টোবর সেবা মাসে ঐতিহ্যবাহি লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর উদ্যোগে বিভিন্ন সেবামূলক কার্যক্রম …