জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শেরপুরে যুব উন্নয়নের উদ্যোগে ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ ও মৎস্য চাষ কোর্সের উদ্বোধন
শেরপুর প্রতিনিধি :
শেরপুরের ঝিনাইগাতীতে যুব উন্নয়ন অধিদফতরাধীন প্রকল্পের আওতায় ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে ২ মাস মেয়াদী কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক এবং ১ মাস মেয়াদী মৎস্য চাষ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। “টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপলস (ট্রেকাব – ২য় পর্যায়)” এ প্রশিক্ষন কর্মশালা ৪ সেপ্টেম্বর
রবিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা যুব উন্নয়নের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।
শেরপুর যুব উন্নয়ন অধিদফতর এর উপ-পরিচালক মো.নুরুজ্জামানের সভাপতিত্বে এবং অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হামিদুর রহমান এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক আল মাসুদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহবুব ইলাহী,উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লাইলী বেগম, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ.এস.এম কাউসার, মোঃ তোফাজ্জল হোসেন, মৎস্য প্রশিক্ষক মোঃ ছাইদুল ইসলাম, কম্পিউটার প্রশিক্ষক তাইজুল ইসলাম এবং রাকিবুল ইসলাম প্রমুখ।
মৎস্য চাষে ২৫ জন এবং ভ্রাম্যমাণ কম্পিউটার ট্রেনিংয়ে পুরুষ ২০ জন ও নারী ২০ জন সহ মোট ৬৫ জন প্রশিক্ষনার্থী অংশ অংশগ্রহণ করেন। ইতিমধ্যে উপজেলা পরিষদ চত্বরে ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মৎস্য চাষ প্রশিক্ষণ কোর্স করা চালু হয়েছে।