নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জে সৈয়দা ফেরদৌসী আলম নীলা’র জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সহ নিম্নস্তরের সকল পদ থেকে অব্যাহতির আদেশ প্রত্যাহার করা হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশে মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে সৈয়দা ফেরদৌসী আলম নীলা’র অব্যাহতির আদেশ প্রত্যাহার করে, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আব্দুল হাই ভুঁইয়া ও সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহিদ বাদল স্বাক্ষরিত একপত্রে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ৩ আগস্ট সৈয়দা ফেরদৌসী আলম নীলাকে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সহ নিম্নস্তরের সকল পদ থেকে অব্যাহতি প্রদান করে জেলা আওয়ামী লীগ। এরপর জেলা আওয়ামী লীগের নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু সহ জেলা আওয়ামীলীগের নেতারা সৈয়দা ফেরদৌসী আলম নীলা’র অব্যাহতির আদেশ প্রত্যাহারের জোরালো দাবি জানান। এছাড়া সৈয়দা ফেরদৌসী আলম নীলা রূপগঞ্জ উপজেলা পরিষদের তিনবারের নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান।