প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে দেশ দূর্বার গতিতে এগিয়ে যাবে – খোকন সাহা
খবর নারায়ণগঞ্জ.কম :
গণমানুষের লড়াই, মুক্তির মুক্তির সংগ্রাম ও ঐতিহ্যের বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) বিকেল সাড়ে ৪টায় মহানগর আওয়ামী লীগের উদ্যোগে পুরাতন কোর্ট মসজিদ সংলগ্ন এলাকায় এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এড. হান্নান আহমেদ দুলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অনেকে বলে থাকেন পাইকপাড়া মিউচুয়াল ক্লাবে আওয়ামী লীগের জন্ম হয়েছে। প্রকৃত পক্ষে আওয়ামী লীগের জন্ম হয়েছিলো চাষাড়া বাইতুল আমান ভবনে। সেই সময় কিছু সমস্যার কারনে সেদিন আওয়ামী লীগের নামকরণ করা হয় পাইকপাড়া মিউচুয়াল ক্লাবে এবং আনুষ্ঠানিক ভাবে ঘোষনা দেওয়া হয় ঢাকা রোজ গার্ডেনে। প্রকৃত সত্যি যেটা সেটা আমাদের মানতেই হবে। যখন ২৫ মার্চের রাতে বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়েছিলো তখন স্বাধীনতার ঘোষনা দিয়েছিলেন তৎকালীন আওয়ামী লীগ নেতা এম.এ হান্নান। পরবর্তীতে অন্য আরো একজন দেন সেই ঘোষনা এবং মেজর জিয়াকে দিয়ে সেই পত্র পাঠ করানো হয়। তখন জিয়া চট্টগ্রামে অবস্থান করছিলেন, তার দ্বায়িত্ব ছিলো পাকিস্তানের বিভিন্ন সামরিক অস্ত্র জাহাজ থেকে নামানোর। যা কিনা এ দেশের মানুষের উপর ব্যবহার করা হবে।
তিনি আরও বলেন, ৭১ পরবর্তীতে দেশ যখন এগিয়ে যাচ্ছিলো তখনই বঙ্গবন্ধুকে হত্যা করা হয় নির্মমভাবে। এরপর ১৯৯৬ সালে অনেক চড়াই-উৎরাই পার করে নেত্রীর হাত ধরে যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশের উন্নয়নে কাজ করছিলো তখন ২০০১ সালের নির্বাচনে পূণরায় ষড়যন্ত্র করে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর আবার ক্ষমতায় এসে তলাবিহীন ঝুড়ি থেকে এই দেশকে একটি উন্নয়নের রোল মডেলে পরিণত করেন। আজকে দেশের বিভিন্ন স্থানে বড় বড় প্রকল্প হচ্ছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট, কর্নফুলি টানেল, পদ্মা সেতু সহ বিভিন্ন প্রকল্প। এছাড়া দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে বিভিন্ন সড়কগুলোর আয়তন আরো বৃদ্ধি করা হচ্ছে। মনে রাখবেন, একটি দেশের উন্নয়নের পূর্বশর্ত হলো যোগাযোগ ব্যবস্থা। অথচ বিএনপির বন্ধুরা বিভিন্নরকম উল্টোপল্টা বক্তব্য দিয়ে দেশের ভিতরে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে।
তিনি আরও বলেন, গত কিছুদিন যাবৎ সিলেটে বন্যায় ভেসে যাচ্ছে মানুষের বাড়ি-ঘর। অনেক মানুষ মৃত্যু মুখে পতিত হয়েছে। অথচ বিএনপির বন্ধুরা ক্ষমতার লোভে বিভিন্ন অরাজকতা করছে। কিন্তু যতক্ষন পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এ দেশের ক্ষমতা রয়েছে ততক্ষন পর্যন্ত দেশ উন্নয়নের মহাসড়কে দূর্বার গতিতে এগিয়ে যাবে।
বক্তব্য শেষে দেশবাসীর কল্যানে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জি.এম আরমানের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল হোসেন, সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা, দপ্তর সম্পাদক বিদ্যুৎ কুমার সাহা, কৃষি বিষয়ক সম্পাদক কবীর হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান চঞ্চল, সদস্য এস.এম পারভেজ, জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল কাদীর, সাধারণ সম্পাদক কামাল হোসেন, আওয়ামী লীগ নেতা নাজমুল আলম সজল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানী, ১৩নং ওয়ার্ড যুবলীগ নেতা ইকবাল হোসেন, বন্দর থানা যুবলীগ নেতা খান মাসুদ, বন্দর থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রাফিয়ান আহমেদ সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ।