খেলাধুলাতাজা খবরথানার সংবাদশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসোনারগাঁ থানা
বঙ্গমাতা গোলকাপ ফাইনাল খেলায় জামপুর পাকুন্ডা সঃ প্রাঃ বিদ্যালয় বিজয়ী হয়েছে
সোনারগাঁও প্রতিনিধিঃ
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ফাইনাল খেলায় বালক পাকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকা মালপাড়া ব্রাক্ষন বাওগা সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়েছে।
খেলা উদ্বোধন করেন জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির ভূইয়া।
জামপুর ইউনিয়ন ১২ টি প্রাইমারি স্কুলে খেলা অংশ গ্রহন করে। তারইধারাবিহিকতায় শনিবার সকালে বালিকা খেলোয়ার, মালপাড়া ব্রাক্ষন বাওগা সরকারি পাকুন্ডা সরকারি প্রাথমিক বনাম বাসাবো তিলাবো সরকারি প্রাথমিক বিদ্যালয় উক্ত খেলায় মালিপাড়া ব্রাক্ষন বাওগা সরকারি পাকুন্ডা সরকারি প্রাথমিক ১-০ গোলে বিজয়ী হয়েছে। বিকাল ৩ টায় পাকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম বুরুমদী সরকার প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে ২-১ গোলে পাকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়েছে।
উক্ত খেলায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেনের, জামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোতালিব হোসেন ভূইয়া, আবু মোবারক, পাকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন, মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সলিমুল্লাহ, জেসমিন আক্তার, সহ এলাকায় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।