পল্লী সঞ্চয় ব্যাংকের উপকারভোগীগণের সাথে ডিসির উঠান বৈঠক অনুষ্ঠিত
খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জ সদর উপজেলায় পল্লী সঞ্চয় ব্যাংকের উপকারভোগীগণের সাথে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জুন) বেলা সাড়ে ১২টায় নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রাঙ্গনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ।
এসময় প্রধান অতিথি বলেন, দেশে এখন আর না খেয়ে থাকে এমন মানুষ নেই। ভিক্ষুক আছে, তবে সেটা তাদের পেশা। একসময় আমরা অন্য দেশের কাছে সহযোগিতা চাইতাম কিন্তু এখন আমরা নিজেরাই অন্যদের সহযোগিতা করি। যেভাবে পল্লী সঞ্চয় ব্যাংকের মাধ্যমে আপনারা ঋন নিয়ে স্বাবলম্বী হচ্ছেন ঠিক সেভাবেই আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনায় কাজ করে দেশকে স্বাবলম্বী করতে কাজ করে যাচ্ছি। আমি আশাকরি আজকের এ উঠান বৈঠকের পর আপনারা আরও বেশী স্বতঃস্ফূর্ত ভাবে কাজ করে যাবেন নিজের ও দেশের উন্নয়নের স্বার্থে।
পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক তন্ময় সরকারের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালাউদ্দিন মোল্লা, নারায়ণগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ বিশ্বাস, ফতুল্লা এসিল্যান্ড আবু বকর, সহকারী সমাজসেবা কর্মকর্তা মীর আব্দুল হান্নান, ইউনিয়ন সমাজকর্মী তাওলাদ হোসেন, রুহুল আমীন, অফিস সহায়ক মামুন মিয়া প্রমুখ।