তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বাচ্চাদের গুরা দুধের চাইতে গরুর দুধ বেশি করে খাওয়াবেন- মেয়র আইভী

খবর নারায়ণগঞ্জ .কম:
পুষ্টি পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নে টেকসই দুগ্ধ শিল্প প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ টায় নারায়ণগঞ্জ গনগন্থাগারে জেলা প্রানিসম্পদের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা:সেলিনা হায়াত আইভি বলেন, বাচ্চাদের গুরা দুধের চাইতে গরুর দুধ বেশি করে খাওয়াবেন। তিন বেলা খাবার টেবিলে দুধ দিবেন। আমাদের দেশে গরুরা খোলা মাঠে ঘাস খেতে পারে না। কিন্তু নিউজিলেন্ড এ মাইল কে মাইল জায়গা আছে। সেখানকার গরুরা খোলা মেলা ভাবে খাবার খায়। সেখানকার কৃষকদের হেলিকপ্টার সহ বাড়ি গাড়ি আছে। বাংলাদেশে পিএসডি হোল্ডার ময়মংসিহে তার খামার আছে। তাই আমি বলতে চাই কৃষকদের সম্মন করুন তারা সম্মানিত ব্যক্তি। তাদের কারনে আমারা অনেক প্রটিন জাতীয় খাবার খেতে পারি।
এসময় জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা কৃষিবিদ বাসনা আক্তারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, জেলা পুলিশ সুপার জায়েদুল আলম সহ অন্যান্যরা।

Related Articles

Back to top button