খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ৫০ বোতল ফেন্সিডিল ও ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবযায়ীকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার(১৪ই মে) রাত সাড়ে ১২টায় উপজেলার কাশিপুর মাদ্রাসা সংলগ্ন ব্রীজের দক্ষিন পাশ থেকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে ডিবি পুলিশ৷
আটককৃতরা হলেন- চেঙ্গাইন খালপাড় এলাকার সিরাজ মিয়ার ছেলে জহিরুল ইসলাম (২৬) ও কাশিপুর এলাকার বাহাউদ্দীনের ছেলে রনি হাসান (৩০)। তারা পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে ডিবি পুলিশ৷