ঝিনাইগাতীতে ১হাজার পিস ইয়াবা সহ শ্রমিকনেতা গ্রেফতার
শেরপুর প্রতিনিধি :
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তেঁতুলতলা বাজার থেকে ১হাজার পিস ইয়াবাসহ শ্রমিক নেতা নুহু মিয়াকে (৪৫)কে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি।
১ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাত ১০ ঘটিকার সময় উপজেলার তেঁতুলতলা বাজার থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত
শ্রমিক নেতা নুহু মিয়া ঝিনাইগাতী উপজেলা শাখা ট্রাক ও ট্যাঙ্কলরি চালক শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলার হাতিবান্দা ইউনিয়নের ঘাগড়া মোল্লাপাড়া গ্রামের মৃত আশ্রাফ আলীর ছেলে।
পুলিশের গোয়েন্দা শাখা
সূত্রে জানা গেছে, জেলার পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরীর নির্দেশনায় শেরপুর ডিবির পরিদর্শক মো. রেজাউল করিমের তত্ত্বাবধানে নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে এসআই আজিজুল হকের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতেউপজেলার তেঁতুলতলা বাজারে
এই অভিযান চালিয়ে নুহু মিয়ার দেহ তল্লাশি করে তার কাছ থেকে পলিথিনে মোড়ানো এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক তিন লক্ষ টাকা।
শেরপুর ডিবির পরিদর্শক মো. রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে ঝিনাইগাতী থানায় মাদক আইনে নিয়মিত মামলা হয়েছে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান জানিয়েছেন, জেলা গোয়েন্দা পুলিশের দায়েরকৃত মামলার আসামী নুহু মিয়াকে ২ফেব্রুয়ারি বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।