তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত পরিষদের সংবর্ধনা অনুষ্ঠিত
খবর নারায়ণগঞ্জ.কম:
তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত কাজিম-আয়েজ পরিষদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের ডনচেম্বারে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়ন (সিবিএ) নির্বাচনে মো. কাজিম উদ্দিন ও সৈয়দ আয়েজ উদ্দিন আহাম্মদ পরিষদ নিরঙ্কুশ জয় পেয়েছে। এ জয়ের ভাগিদার সকলে। আপনাদের সকলের সমর্থন ছিলো বলেই আমাদের পুরো পরিষদটাই জয়লাভ করতে পেরেছে। এখন আমাদের দায়িত্ব শুধু একটাই সেটা হলো কিভাবে কাজ করলে সাধারণ মানুষের গ্যাস পেতে না পারা কষ্টের লাঘব করা যায়। আমরা চাই এই দেশের একটি মানুষও যাতে গ্যাস নিয়ে কোনো ধরনের সমস্যার মধ্যে না পরে।
এসময় উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ আয়েজ উদ্দিন আহম্মেদ, সহসভাপতি কামাল উদ্দিন, সহসভাপতি জাকির হোসেন, সহ সাধারণ সম্পাদক লায়ন ফারুক আহম্মেদ, অর্থ সম্পাদক ফারুক হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক রতন বসু, দপ্তর সম্পাদক মজিবুর রহমান, প্রচার সম্পাদক হারুন-অর-রশিদ প্রমুখ।