তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিসম্পাদকের পছন্দ

ফতুল্লা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন লুৎফর রহমান স্বপন

খবর নারায়ণগঞ্জ.কম:

দীর্ঘ ২৯ বছর পর অনুষ্ঠিত ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খন্দকার লুৎফর রহমান স্বপন।

রবিবার (২৬ ডিসেম্বর) সন্ধায় ফলাফল ঘোষণা করেন ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আফরোজা খাতুন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী খন্দকার লুৎফর রহমান স্বপন (নৌকা) পেয়েছেন ২৮ হাজার ৬৭৫ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. শাহজাহান আলী (হাতপাখা) পেয়েছেন ১৪ হাজার ১৭৭ ভোট, স্বতন্ত্র প্রার্থী কাজী দেলোয়ার হোসেন (আনারস) পেয়েছেন ৩ হাজার ৩৮৬ ভোট এবং আলী আজম (ঘোড়া) ২ হাজার ৫৬৬ ভোট।
এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ৪৫টি কেন্দ্রে চলে ভোট গ্রহণ।

Related Articles

Back to top button