Home / তাজা খবর / মদনপুর থেকে ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে র‌্যাব

মদনপুর থেকে ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে র‌্যাব

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

বন্দর উপজেলার মদনপুর থেকে ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে নয় হাজার ৩২০ ইয়াবাসহ তাদের আটক করা হয়।আটকরা হলেন- মো. জামাল হোসেন (৩০) ও তার স্ত্রী রহিমা (২৮)।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-১১-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) রিজওয়ান সাঈদ এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, আটক স্বামী-স্ত্রী কুমিল্লার বুড়িচংয়ের পাঁচোড়া এলাকার বাসিন্দা। তারা আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিতে বাসের যাত্রীবেশে ইয়াবার বিপুল পরিমাণ চালান পরিবহন করে আসছিলেন।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে ইয়াবা নিয়ে এসে তারা ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সমন্ধে Jahid

এটাও চেক করেন

নাসিক নির্বাচনে নগরবাসী দুর্নীতিমুক্ত প্রার্থী দেখতে চায় – মুফতী মাসুম বিল্লাহ

খবর নারায়ণগঞ্জ.কম : বুধবার (১ডিসেম্বর) সকাল ১০টায় কুতুবুল আলম সৈয়দ ফজলুল করীম এর জীবন ও …

Shares