তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিসম্পাদকের পছন্দ

এমন ভাবে উন্নয়ন করুন যাতে সাধারণ মানুষ সেটার সুফল ভোগ করতে পারে – শামীম ওসমান

খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান বলেছেন, একটি মহল চেয়েছিলো একটি ঘটনা ঘটিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে, আমাদেরকে প্রশ্নবিদ্ধ করতে। তবে আল্লাহর অশেষ রহমতে নির্বাচন সুষ্ঠু হয়েছে।
শনিবার (১৩ নভেম্বর) বিকেল ৫টায় নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে নব নির্বাচিত চেয়ারম্যানদের সাথে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, বর্তমান অনেক মানুষই রাজনীতিবিদদের জ্ঞান দিতে চায়, অংক বোঝাতে চায়। আপনাদের হয়তো মনে আছে নির্বাচনের দুই দিন পূর্বে আমি একটি প্রেস ব্রিফিং করেছিলাম। তখন বলেছিলাম, ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে কেউ কেউ পরিস্থিতি ঘোলাটে করতে চায়। কেউ রাজনীতি করে মানুষের জন্য আর কেউ রাজনীতি করে নিজের জন্য। আমরা রাজনীতি করি মানুষের জন্য, মানুষের সেবা করার জন্য। এসময় তিনি নব নির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন, আপনার জনপ্রতিনিধি হয়েছেন, মানুষের সেবা করাই যেন আপনাদের মূল লক্ষ্য হয়। যে ব্যক্তি আপনার সাথে প্রতিদ্ধন্ধিতা করে জয় লাভ করেনি তাকে ফুলের মালা দিয়ে বুকে জড়িয়ে নিন। তাকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন করুন। যাতে করে সেই উন্নয়নের সুফল সাধারণ মানুষ ভোগ করতে পারে।
মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এড. খোকন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নব নির্বাচিত বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম শওকত আলী, কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফুল্লাহ বাদল, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজর আলী, আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন সহ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি চন্দন শীল, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানী, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন সহ আরও অনেকে।

Related Articles

Back to top button