তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানারাজনীতিসম্পাদকের পছন্দ

গোগনগর ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে নাজমা বেগম খোদেজার প্রচারনা

খবর নারায়ণগঞ্জ.কম :
আসন্ন গোগনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন গোগনগর ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী নাজমা বেগম খোদেজা।
রবিবার (৭ নভেম্বর) বিকেলে গোগনগর ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মিছিল নিয়ে গণসংযোগ করেন তিনি। এদিন গোগনগরের কড়ইতলা এলাকা থেকে একটি মিছিল নিয়ে ৭, ৮ ও ৯নং ওয়ার্ড ঘুরে বেড়ান তিনি। মিছিলটি কড়ইতলা এলাকা থেকে বের হয়ে ফকিরবাড়ী, মাদরাসা, বারিরটেক, মাদবরবাড়ী, কদমতলী, সমশের খাঁ রোড, মান্নান সাবের বাড়ী ও পাঠানতুলি হয়ে বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন, মাসুদ আহমেদ শিকদার, আবু তাহের শিকদার, জাহাঙ্গীর সিকদার, কবির সিকদার, আনোয়ার হোসেন, হুমায়ূন কবির, জাহিদ ভূইয়া, দাউদ ইব্রাহিম, আবু কালাম, আলমাছ আলী, বাবু, হোসনে আরা, রেখা, শাহনাজ, রুমা, রিমা, আলপনা, কল্পনা ও ছায়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Related Articles

Back to top button