Home / তাজা খবর / সাংবাদিক সফিকুল ইসলাম জনি ট্রাকের চাপায় নিহত- দাফন সম্পন্ন

সাংবাদিক সফিকুল ইসলাম জনি ট্রাকের চাপায় নিহত- দাফন সম্পন্ন

খবর নারায়ণগঞ্জ.কম: ফতুল্লায় সিমেন্টবাহী একটি ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন সাংবাদিক সফিকুল ইসলাম জনি (৩৩)।

সোমবার (১৮ অক্টোবর) রাতে ফতুল্লার পঞ্চবটি এলাকায় এ ঘটনা ঘটে।পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে জনির মৃত্যু হয়।

সফিকুল ইসলাম জনি রেডিও এফএম নারায়ণগঞ্জ নামের একটি রেডিও স্টেশনের প্রতিষ্ঠাতা এবং চ্যানেল এস টিভির ফতুল্লা প্রতিনিধি ছিলেন ।

পরিবারের বরাত দিয়ে সি এনএন বাংলা টিভির ফতুল্লা প্রতিনিধি সাংবাদিক রাসেল আহমেদ জানায়, মোটরসাইকেলে রাতে বাসায় ফেরার পথে ফতুল্লার পঞ্চবটি বিসিকের নতুন সড়ক এলাকায় জনিকে চাপা দেয় ট্রাকটি। প্রথমে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ও পরে রাজধানীর পঙ্গু হাসপাতালে নেয়া হয়। সেখানে আইসিইউ না থাকায় একটি বেসরকারী হাসপাতালে নেয়ার পথেই সে মারা যায়।

সফিকুল ইসলাম জনি  ইসদাইর গাবতলী খানকা এলাকার আমির হোসেনের পুত্র।ব্যক্তিগত জীবনে জনি একটি পুত্র সন্তানের জনক। মঙ্গলবার সকাল ১১ টায় তার জানাজায় নামাজ স্থানীয় মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজায় সহকর্মী সাংবাদিক,এলাকার গন্যমান্ন ব্যক্তি,আত্মীয়-স্বজন ও পরিবারের লোকজন উপস্থিত ছিরেন।জানাজা শেষে তাকে মাসদাইর কেন্দ্রিয় কবরস্থানে দাফন করা হয়।

সমন্ধে Jahid

এটাও চেক করেন

নাসিক নির্বাচনে নগরবাসী দুর্নীতিমুক্ত প্রার্থী দেখতে চায় – মুফতী মাসুম বিল্লাহ

খবর নারায়ণগঞ্জ.কম : বুধবার (১ডিসেম্বর) সকাল ১০টায় কুতুবুল আলম সৈয়দ ফজলুল করীম এর জীবন ও …

Shares