পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে অনেক কিছু দিতে চেয়েছিলো – কাজিম উদ্দিন
খবর নারায়ণগঞ্জ.কম:
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও ২১ আগষ্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ আগষ্ট) বিকালে বন্দর ফরাজিকান্দা কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ ও স্বেচ্ছাসেবক লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজিম উদ্দিন প্রধান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে অনেক কিছু দিতে চেয়েছিলেন। কিন্তু ওনি সব প্রত্যাখান করে দেশের জন্য লড়ে গেছেন। অবশেষে এদেশে জন্য তিনি জীবন দিয়ে গেছেন। তার জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না। আর দেশ স্বাধীন না হলে আজ আমরা এখানে বসে বক্তব্য দিতে পারতাম না।
তিনি বলেন, এ বাংলায় যাতে আওয়ামী লীগের নাম নিতে না পারে সেজন্য ২১ আগষ্ট আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে হত্যা করার জন্য গ্রেনেড হামলা চালানো হয়। কিন্তু সেদিন আমাদের নেত্রী বেঁচে গেলেও ২৪ জন মানুষ মারা যায়। আমি জানতাম না সেই ২১ আগষ্টের সেই সভায় আমাদের কলাগাছিয়া ইউনিয়নের আশরাফও আহত হয়েছিলো। যখনই আমি জানতে পেরেছি, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী নিয়ে তার বাসায় আমি ছুটে গিয়েছি।
তিনি আরও বলেন, যখন মানুষ আওয়ামী লীগের নাম নিতে ভয় পেতো। আওয়ামী লীগের নাম নিলে হামলা মামলার শিকার হতে হতো। সেই হামলা মামলাকে উপেক্ষা করে আমাদের আশরাফ সেদিন ছুটে গিয়েছিলো নেত্রীর মিটিংয়ে। আমি এ জন্য গর্ববোধ করছি। আমি তার পাশে থাকার জন্য সকল আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ সকল নেতাকর্মীদের আহবান জানাচ্ছি।
বক্তব্য শেষে আশরাফ হোসেনের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা। পরে ১৫ আগষ্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবার এবং ২১ আগষ্টে নিহতের বিদেহী আত্মার মাগফিরা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আমিরউজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছালিমা হোসেন শান্তা, কলাগাছিয়া ইউনিয়ন ১নং ওয়ার্ডের সাবেক সভাপতি কামরুল ইসলাম জজ, সাবেক সাধারন সম্পাদক ওবায়দুল্লাহ, বন্দর থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ বাবু প্রমূখ।
