তাজা খবরবিনোদন

দর্শকদের মন জয় করেছে বাংলাদেশ নাট্যাঙ্গন একাডেমির প্রথম প্রযোজিত নাটক” হাসির হাটে কান্না “

বিনোদন রিপোট :
কাঠফাটা রোদ্রে একপশলা বৃষ্টি যেমন দেহ মনে প্রশান্তি এনে দেয় ঠিক তেমনিভাবে নাট্য ও সাংস্কৃতিক প্রেমী মানুষের মাঝে নির্মল আনন্দ ছড়িয়ে দিয়েছে বাংলাদেশ নাট্যাঙ্গন একাডেমির প্রথম প্রযোজিত নাটক “হাসির হাটে কান্না “।
 শ্রী কমলেশ ব্যানার্জির রচনা ও এস এম জাকির হোসেন সানির নির্দেশনায় সামাজিক ও পারিবারিক গল্পে গাথা এ নাটকটি ২৮ আগষ্ট  শনিবার সন্ধ্যায় ঢাকার সূত্রাপুরস্থ জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে মঞ্চস্থ হয়েছে।
দর্শকনন্দিত সামাজিক পটভূমিতে রচিত এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মো: আশরাফ উদ্দিন, জেরিন খান রত্না,শেখ মনসুর আলী, রুমানা হক সাথী,সৈয়দ মো:আলী হোসেন, বনশ্রী অধিকারী,
মজিবুর রহমান ওয়াসিম, মিথিলা,গাজী রাজ্জাক, সালেহ আহমেদ ঢালী, আমিনুল ইসলাম,রুবেল খান, মামুন খান ও রাজ রিয়াজ।
নাটকটি দেখতে জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রের  মিলনায়তন হলে প্রচুর দর্শকদের সমাগম ঘটে। দর্শকদের উপস্তিতি ও প্রতিটি দৃশ্যে দর্শকদের মুহুর্মূহু করতালিতে নাটকের শিল্পী ও কলাকুশলীদের মাঝে প্রাণের সঞ্চার হয়।

Related Articles

Back to top button