তাজা খবরথানার সংবাদবন্দর থানামহানগরসম্পাদকের পছন্দ
ফতুল্লা ও সদরে ২৩৮ ও ২৩৯ তম দাফনে টিম খোরশেদ
প্রেস রিলিজ
রবিবার(১লা আগষ্ট) বন্দর ও সদরে টিম খোরশেদ ২৩৮ ও ২৩৯ তম করোনা পজিটিভ মৃতদেহ দাফন সম্পূর্ণ করেছে।
ফতুল্লা থানাধীন নন্দলালপুর নিবাসী সুফিয়া বেগম (৫৫) করোনা আক্রান্ত হয়ে মিরপুরের গ্লোবাল স্পেসালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় রবিবার সকাল ৯ টায় ইন্তেকাল করেন। মরহুমার পরিবারের আহবানে টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকরা হাসপাতাল থেকে মৃতদেহ গ্রহন করে মাসদাইর কবরাস্তানে এনে মিনিটে গোসল ও জানাযা শেষ করে বাদ আসর ফতুল্লার স্থানীয় কবরাস্তানে দাফন সম্পূর্ণ করেছেন।
অন্যদিকে রবিবার সকাল ৯টা ১০ মিনিটে সদর থানার আমলাপাড়া কেসি নাগ রোড নিবাসী এড.জহিরের শশুড় খন্দকার দেলোয়ার হোসেন (৭২) করোনা আক্রান্ত হয়ে ঢাকা সিএমএচই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্হায় ইন্তেকাল করেন।
মরহুমের পরিবারের আহবানে টিম খোরশেদের স্বেচ্ছাসেবকরা মাসদাইর কবরাস্তানে গোসল ও জানাযা শেষে বাদ আসর একই কবরাস্তানে দাফন সম্পূর্ণ করেছেন।
আজ টিমে হাফেজ শিব্বির,নাজমুল কবীর নাহিদ ,রোজিনা আক্তার, আনোয়ার হোসেন, হাফেজ রিয়াদ,নুসরাত জাহান রিয়া,সুমন দেওয়ান,মোঃ সহিদ, রফিক হাওলাদার ও মোঃ নাঈম।