Home / তাজা খবর / আজমেরি খন্দকারের মৃত্যুতে বন্দর থানা যুবদলের শোক

আজমেরি খন্দকারের মৃত্যুতে বন্দর থানা যুবদলের শোক

খবর নারায়ণগঞ্জ.কম:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অ্যা ডভোকেট তৈমুর আলম খন্দকারের বোন এবং নারায়ণগঞ্জের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদের মেজ বোন আজমেরি খন্দকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বন্দর থানা যুবদল।

মঙ্গলবার (২৭ জুলাই) এক শোক বার্তার মাধ্যমে এই শোক প্রকাশ করেন বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন।

বিবৃতিতে তিনি, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও তাদেরকে এই শোক সহ্য করার শক্তি যেন সৃষ্টিকর্তা দেন সেজন্য সকলের কাছে দোয়া চান।

শোক বার্তায় আমির হোসেন বলেন, মরহুমা আজমেরি খন্দকারের-কে মহান আল্লাহ যেন জান্নাত নসিব করেন। তার মৃত্যুতে গভীর শোক জানাই এবং তার বিদেহী আত্মার মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া চাই।

সমন্ধে Jahid

এটাও চেক করেন

ভাইয়ের মতো জনগণের সেবক হয়ে বাকি জীবনটা জনগণের সেবা করে যেতে চাই: ফজর আলী

খবর নারায়ণগঞ্জ.কম : গোগনগর ইউনিয়নের সৈয়দপুরের স্থায়ী বাসিন্দা ফজর আলী। ছোট বেলা থেকেই নম্র ভদ্র …

Shares