Home / তাজা খবর / বন্দরে বসুন্ধরা সিমেন্ট কারখানার শ্রমিকের মৃত্যু

বন্দরে বসুন্ধরা সিমেন্ট কারখানার শ্রমিকের মৃত্যু

বন্দর প্রতিনিধি:

বন্দর উপজেলার বসুন্ধরা সিমেন্ট কারখানার সাইলো প্ল্যান্ট থেকে পড়ে মো. চয়ন (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ জুলাই) দুপুরে বন্দরের মদনগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত চয়ন ফরিদপুরে আবুবক্কর মিয়ার ছেলে। তিনি বন্দর এলাকায় বসবাস করতেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, বসুন্ধরা সিমেন্ট কারখানায় চয়ন নামে এক শ্রমিক সাইলো প্ল্যান্টের ওপর থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে অন্য শ্রমিকরা চয়নকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চয়ন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রয়েছে।

ওসি আরও জানান বলেন, কারখানাটি বন্ধ ছিল। তবে কারখানার কর্মকর্তারা জানিয়েছে, বন্ধ থাকায় তারা রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছিলেন। চয়ন সাইলো প্ল্যান্টের শ্রমিকও না। ফলে তিনি কীভাবে ওপরে উঠেছেন এবং সেখান থেকে কীভাবে পড়ে গেছেন সেটা তারা বলতে পারছেন না।

সমন্ধে Jahid

এটাও চেক করেন

ভাইয়ের মতো জনগণের সেবক হয়ে বাকি জীবনটা জনগণের সেবা করে যেতে চাই: ফজর আলী

খবর নারায়ণগঞ্জ.কম : গোগনগর ইউনিয়নের সৈয়দপুরের স্থায়ী বাসিন্দা ফজর আলী। ছোট বেলা থেকেই নম্র ভদ্র …

Shares