Home / তাজা খবর / সিরাজগ‌ঞ্জের টাইগার বাবু এখন কয়লাঘাট হাটে

সিরাজগ‌ঞ্জের টাইগার বাবু এখন কয়লাঘাট হাটে

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগ‌ঞ্জের সদর থানাধীন কয়লাঘাট কোরবানীর পশুর হা‌টে সব‌চে‌য়ে বড় গরু টাইগার বাবু।

‌সিরাজগ‌ঞ্জের শাহাদাতপুর থানার আকমল বেপারী ৪ বছর বয়‌সী টাইগার বাবু সহ ১৪ টি গরু নি‌য়ে আ‌সেন কয়লাঘাট পশুর হা‌টে।

শ‌নিবার দুপুরে কয়লাঘাট হা‌টের সব‌চে‌য়ে বড় গরুর খেতাব পায় আকমল বেপারীর টাইগার বাবু।

এ বিষ‌য়ে গরুর বেপারী আকমল জানান, দীর্ঘ ৪ বছর লালন পালন ক‌রে আস‌ছি এ গরু‌কে। বা‌ঘের ম‌তো দেখতে তাই গরুর নাম রে‌খে‌ছি টাইগার বাবু। কয়লাঘাট হা‌টের সব‌চে‌য়ে বড় গরু এ‌টি দাম হাকাচ্ছে সা‌ড়ে ৮ লক্ষ টাকা।

 

সমন্ধে Jahid

এটাও চেক করেন

করোনা থেকে মুক্তি পেতে ভ্যাকসিনের বিকল্প নেই – অসিত বরণ বিশ্বাস

খবর নারায়নগঞ্জ.কম: সারাদেশে করোনার ভয়াবহ সংক্রমন শুরু হয়েছে। এমতাবস্থায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মনে …

Shares