Home / তাজা খবর / সৈয়দপুর কড়ইতলা জেলা অভিবাসি বহুমূখী সমবায় সমিতির সভাপতি মালেকের বিরুদ্ধে থানায় সাধারন ডাইরী

সৈয়দপুর কড়ইতলা জেলা অভিবাসি বহুমূখী সমবায় সমিতির সভাপতি মালেকের বিরুদ্ধে থানায় সাধারন ডাইরী

খবর নারায়ণগঞ্জ.কম:
সৈয়দপুর কড়ইতলা আশা সুপার মার্কেটে অবস্থিত জেলা অভিবাসি বহুমূখী সমবায় সমিতি যাহার রেজি: নং ৩২- ২০০৯ইং এর সভাপতি মালেক কতৃক সদস্য রফিকুল ইসলামকে হুমকি,থানায় সাধারন ডাইরী।
বুধবার (৭জুলাই) জেলা অভিবাসি বহুমূখী সমবায় সমিতির সভাপতি মালেকের বিরুদ্ধে সদস্য রফিকুল থানায় সাধারন ডাইরী করে।
ডাইরীতে উল্লেখ্য করেন, রফিকুল ইসলাম জেলা অভিবাসি বহুমূখী সমবায় সমিতির একজন সাধারন সদস্য। আব্দুল মালেক (৫৩) পিতা মো: কছুর মৃধা সাং সজহাপুর থানা : দশমিনা জেলা: পটুয়াখালী উক্ত সমিতির সভাপতি। আমি এলাকার বিভিন্ন লোকের কাছ থেকে প্রায় ৭ লক্ষ টাকা কালেকশন করে সভাপতি আব্দুল মালেকের নিকট জমা রাখি এবং বিবাদী অমার কাছ থেকে আরো ২লক্ষ টাকা ধার নেয়। বিবাদী বর্তমানে উক্ত সমিতির অফিসে আসেনা। আমি যোগাযোগ করলে বিবাদী আমার সাথে খারাপ ব্যবহার করা সহ আমাকে মোবাইল ফোন থেকে ও ফোন করিয়া নানা প্রকার ভয়ভীতি প্রদর্শন করে ।

সমন্ধে Jahid

এটাও চেক করেন

করোনা থেকে মুক্তি পেতে ভ্যাকসিনের বিকল্প নেই – অসিত বরণ বিশ্বাস

খবর নারায়নগঞ্জ.কম: সারাদেশে করোনার ভয়াবহ সংক্রমন শুরু হয়েছে। এমতাবস্থায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মনে …

Shares