Home / তাজা খবর / সোনারগাঁয়ের মোগরাপাড়া থেকে পাঁচ জুয়াড়িকে আটক করেছে র‌্যাব ১১

সোনারগাঁয়ের মোগরাপাড়া থেকে পাঁচ জুয়াড়িকে আটক করেছে র‌্যাব ১১

সোনারগাঁ প্রতিনিধি:

সোনারগাঁয়ের মোগরাপাড়া থেকে পাঁচ জুয়াড়িকে হাতেনাতে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার ৩১ হাজার ৬৫৫ টাকা ও জুয়ার সরঞ্জামাদি জব্দ করা হয়।

রোববার (৪ জুলাই) সন্ধ্যা ৬টায় র‍্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) সম্রাট তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ভোর ৫টায় তাদের আটক করা হয়। আটকরা হলেন, আমীর হাসন (৩৭), মুকুল হাসন (৩৮), শাহীন হাসান (৪০), শ্রী নিকাশ চন্দ্র দাস (৩৯) ও জাহিদুল হক (৩৮)।

 

র‍্যাব জানায়, একটি সংঘবদ্ধ চক্র উপজেলার মোগরাপাড়া বাজারে রমজানের চায়ের দোকানের পেছনের ফাঁকা ঘরে বেশ কিছুদিন ধরে জুয়ার আসর চালাচ্ছিলেন। কখনো গোপনে আবার কখনো কখনো প্রকাশ্যে চলতো এ জুয়ার আসর। সেখান প্রায় শতাধিক মানুষ নিয়মিত জুয়া খেলায় অংশগ্রহণ করতেন। আটকদের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

সমন্ধে Jahid

এটাও চেক করেন

করোনা থেকে মুক্তি পেতে ভ্যাকসিনের বিকল্প নেই – অসিত বরণ বিশ্বাস

খবর নারায়নগঞ্জ.কম: সারাদেশে করোনার ভয়াবহ সংক্রমন শুরু হয়েছে। এমতাবস্থায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মনে …

Shares